শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়  

কুড়িগ্রাম প্রতিনিধি 

নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনময় করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বুধবার (২৭ ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। 

বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ওসি  রুপ কুমার সরকার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার  মো. কাউছার আহম্মেদ। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা উল্লেখ করেন।

টিএইচ